Arijit Singh sings in a Bengali movie for 11 rupees - director Srijata of 'Manobjomin' is impressed.
বং 24 ডেস্ক: আজই মুক্তি পেতে চলেছে পরিচালক শ্রীজাতর প্রথম ছবি ‘মানবজমিন’। ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের গাওয়া এই ছবির ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি প্রশংসিত। আর সেই গান রেকর্ডের নেপথ্যেই রয়েছে অরিজিতের এক মানবতার গল্প। শেয়ার করলেন পরিচালক শ্রীজাত নিজেই। গল্পটি জানলে আবারও অরিজিতের প্রেমে পড়ে যাবেন তাঁর ভক্তরা। ঠিক যেমন, অরিজিতের স্বভাবে মুগ্ধ হলেন শ্রীজাত।
প্রসঙ্গত, শ্রীজাতর আবদারেই প্রথমবার রমাপ্রসাদি গানে কণ্ঠ দিলেন অরিজিৎ সিং। আর যে সুরে ইতিমধ্যেই মাতোয়ারা গোটা বাংলা, সেই গান রেকর্ডের পর কোনও টাকাই নিতে চাননি অরিজিৎ সিং। শ্রীজাত বললেন, এই গান গাওয়ার জন্য নাকি প্রথমটায় ১ টাকাও নিতে চাননি অরিজিৎ। বহু জোরাজুরির পর পারিশ্রমিক নিলেও সেই টাকার পুরোটাই দান করে দেন বাচ্চাদের স্কুলের উন্নয়নে।
শ্রীজাতর কথায়, ‘আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি, ও বলল-না, আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না। আমি পালটা বলি, নিতে তো হবেই ভাই। এরপর জবাব এল, আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আমি তো কলকাতায় যাচ্ছি, তখন তুমি আমাকে ১১টাকা দিয়ে দিও। আমি বললাম, দেখো এটা মিউজিক রাইটস তো সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় অরিজিৎ বলল, ‘আচ্ছা ঠিক আছে শ্রীজাত দা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’। অরিজিতের মুখ থেকে একথা শুনে আপ্লুত হন শ্রীজাত। এককথায় এমন মানবতায় মুগ্ধ কবি-পরিচালক।
COMMENTS