Singer Arijit Singh has entered the top 10 on the Global Spotify Artist Chart
বং 24 ডেস্কঃ অরিজিৎ সিং ভারতীয় সঙ্গীত জগতের সর্বোচ্চ জনপ্রিয় শিল্পী । বলিউড হোক কিংবা টলিউড, সব জায়গাতেই এখন তিনি অত্যন্ত পরিচিত মুখ। তার সুরের জাদুতে আজ মানুষের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন অরিজিৎ সিং। বিশ্বের তাবড় তাবড় সঙ্গীত শিল্পীদের পিছনে ফেলে আজ সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি দেয়নি হিডকো কর্তৃপক্ষ। তা নিয়ে বিতর্কের শেষ নেই। ফেব্রুয়ারি মাসে আদৌ কলকাতায় পারফর্ম করতে পারবেন কি ভারতের জনপ্রিয় এ শিল্পী? সে প্রশ্ন এখনও ঝুলে আছে। এর মাঝেই অরিজিৎ ভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর। স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন অরিজিৎ শুনে অবাক হবেন, জনপ্রিয়তার নিরিখে রিহানা, টেলর সুইফ এমনকি গুগল খোঁজের শীর্ষে থাকা ব্র্যান্ড বিটিএস-কেও পিছনে ফেলেছেন অরিজিৎ সিং!
গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা তিনে রয়েছেন- এড শিরান, আরিয়ানা গ্রান্দে এবং বিলি আইলিশের মতো গ্লোবাল পপস্টারেরা। আর্টিস্ট চার্টে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন গায়ক অরিজিৎ সিং। ৬ কোটি ৬১ লক্ষ ৮৪ হাজার ৫৪২ জন ফলোয়ারের সঙ্গে এই তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন অরিজিৎ। আর তাঁর ঠিক আগে রয়েছেন মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার।
সেরা ৬-এ জায়গা পেতে অরিজিৎ পিছনে ফেলেছেন টেলর সুইফট, দ্য উইকএন্ড, বিটিএস, এমিনেম-এর মতো তাবড় তাবড় শিল্পীদের।
অরিজিতের এই অর্জ উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন অরিজিৎ, তা সত্ত্বেও তার জনপ্রিয়তায় বাধা হয়ে দাঁড়ায়নি এতটুকুও! বলিউডের সবচেয়ে জনপ্রিয় এই গায়কের ‘ফ্যানডম’ আজ দেশের গণ্ডি ছাড়িয়ে ফেলেছে। সদ্যই মুক্তি পেয়েছে অরিজিতের কন্ঠে ‘পাঠান’ এর গান ‘ঝুমে জো পাঠান’ । যা বেশ মন কেড়েছে শ্রোতাদের। যদিও এই গান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে।
যদিও অরিজিৎ বলিউডের তুলনায় বাংলায় অনেক কম গান গেয়েছেন তবুও বাঙালি শ্রোতাদেরও হতাশ করেননি গায়ক। ২০২২ এর ডিসেম্বরেই মুক্তি পেয়েছে গায়কের নতুন বাংলা গান ‘মন রে কৃষিকাজ জানো না’। শ্রীজাতের আসন্ন সিনেমা ‘মানবজমিন’-এর জন্য প্রথমবার রামপ্রসাদি গান গেয়েছেন অরিজিৎ। প্রসঙ্গত, অরিজিৎ- এর পর গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে থাকা ভারতীয় শিল্পী হলেন নেহা কক্কর। এই তালিকায় ২০তম স্থানে রয়েছেন ‘মিলে হো তুম হামকো’ খ্যাত গায়িকা নেহা কক্কর।
COMMENTS