Tripura is a marginal state in the eastern part of India. Tripura stands with mountains, forests, lakes and several ancient palaces.
বং 24 ডেস্কঃ ভারতের পূর্ব-প্রান্তের প্রান্তিক রাজ্য ত্রিপুরা। পাহাড়,জঙ্গল, লেক আর একাধিক প্রাচীন রাজমহল নিয়ে দাঁড়িয়ে আছে ত্রিপুরা। ত্রিপুরায় এমন বেশ কয়েক প্রজাতির বাঁশগাছ আছে যা পৃথিবীর অন্যত্র প্রায় দেখাই যায় না। ত্রিপুরা একটু খরচ সাপেক্ষ ট্যুর। ট্রেনে যেতে গেলে দীর্ঘ সময় লাগে বলে কোলকাতা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা বেশিরভাগ মানুষ প্লেনেই যাতায়াত করে।
আগরতলায় আছে অজস্র ভালো হোটেল ও রিসর্ট। কোলকাতা থেকে বুক করে সকালের ফ্লাইটে আগরতলায় আপনার বুক করা হোটেলে উঠে স্নান-খাওয়া করে বিকেলে আগরতলা শহরটা দেখে নিন।
পরের দিনের জন্য রইল আগরতলার ধারেকাছে কয়েকটি সুন্দর জায়গা। যেমন -
উজ্জয়ন্ত প্রাসাদঃ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রদাদটি অপূর্ব স্থাপত্যের নিদর্শন। মহারাজ রাধা কিশোর বাহাদুরের উদ্যোগে এটি নির্মিত। প্রধান ফটকের দু'পাশে দুটি দিঘিকে ঘিরে রেখেছে অজস্র গাছ। প্রাসদের ভেতরে নানা সুন্দর নাম খচিত বিভিন্ন কক্ষ। এখন থেকেই এখন বিধানসভার কাজ পরিচালিত হয়। ওখান থেকে চলে যান অদূরেই কুঞ্জবন প্রাসাদ। এই প্রদাদেই ১৯২৬ সালে অতিথি হয়ে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজ্য সরকার এটি অধিগ্রহণ করার পরে এখন ওই প্রাসাদের এক অংশে হয়েছে রাজ্যপাল ভবন। দুপুরের মধ্যে এই প্রাসাদ দেখার পরে গাড়ি নিয়ে চলে যান -
সিপাহিজলা ওয়াইল্ড লাইফ সাংচুয়ারীঃ আগরতলা থেকে ২৫ কিমি দূরে একটা আসধারণ অভয়ারণ্য। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা,লেক নিয়ে গড়ে উঠছে অপূর্ব এই অভয়ারণ্য। এটা দেখতে সন্ধ্যা হয়ে যাবে।
দ্বিতীয় দিন সকালে উঠে গাড়ি নিয়ে চলে যান কমলসাগর লেক ও নীরমহল।দুটোই আগরতলা থেকে কমবেশি ৩০ ও ৫৩ কিমি দূরে। সারাদিন ঘুরে সন্ধ্যায় ফিরে আসুন হোটেলে।
তৃতীয় দিন আপনাদের যেতে হবে কিছুটা দূরে ডাম্বুর লেক। আগরতলা থেকে ১২০ কিমি দূরে অসাধারণ এই লোকটি আপনাদের মুগ্ধ করবে। গোমতী নদীর উৎস মুখে এই লেকটির মধ্যে আছে ৪৮ টা দ্বীপ। নৌকো নিয়ে সারাদিন ঘুরে সন্ধ্যায় ফিরে আসুন হোটেলে।
চতুর্থ দিন আপনারা যাবেন জাম্পুই হিলস। অসাধারণ সিনিক বিউটি। এখন থেকেই দেখা যায় একদিকে বাংলাদেশের সিলেট, অন্যদিকে চট্টগ্রাম। অদূরেই মিজোরাম। আগরতলা থেকে ২১৮ কিমি দূরত্ব বলে সেই রাতটা ওখানেই কোনো হোটেলে কাটিয়ে পঞ্চম দিনে গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্ট। ফিরে আসুন নিজের বাড়িতে।
যদিও মাত্র ৪ দিনে ত্রিপুরার সব দর্শনীয় স্থান ভ্রমন কিছুতেই সম্ভব নয়। হাতে আরও কয়েকটি দিন সময় থাকলে ঘুরে আসতে পারেন লংথারাই মন্দির, কমলেশ্বরী মন্দির, নারকেলকুঞ্জ (দ্বীপ), সাইকা জলপ্রপাত. উনাকোটি, উদয়পুর, লক্ষ্মীনারায়ণ বাড়ি, জগন্নাথ বাড়ি, বেনুবন বিহারসহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান। তবেই চিরকাল স্মরণে থাকবে এই ত্রিপুরা ভ্রমণ।
- শ্বাশ্বতী চট্টোপাধ্যায়
COMMENTS