লকডাউন ডায়েরীঃ শেষ পর্যন্ত অদম্য ইচ্ছাশক্তিরই জয় হল। ২৭ জন শ্রমিক সমুদ্র পথে পাড়ি দিলেন হাজার কিলোমিটার। শেষ প্রশাসনের সহায়তায় তাঁদের স্...
লকডাউন ডায়েরীঃ শেষ পর্যন্ত অদম্য ইচ্ছাশক্তিরই জয় হল। ২৭ জন শ্রমিক সমুদ্র পথে পাড়ি দিলেন হাজার কিলোমিটার। শেষ প্রশাসনের সহায়তায় তাঁদের স্...
সমুদ্রের ঢেউ ভেঙে ১০৮০ কিলোমিটার পথ পার হওয়া মুখের কথা নয়। তাঁদের নৌকা থামে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের ইচ্ছাপুরম ডানকুরু বিচে। তারপরই ওড়িশার গঞ্জম জেলা পুলিশ ২৭ জনকে পাঠায় কোয়ারেন্টাইনে।
লকডাউন বাড়তে পারে আশঙ্কা করেই তাঁরা প্রস্তুতি নিয়েছিলেন নৌকা করে বাড়ি ফেরার।
যে সংস্থায় কাজ করেন তাঁরা বাড়ি ফেরার অনুমতি দেয়নি। কিন্তু চেন্নাইয়ে করোনার প্রকোপ বাড়তে থাকায় এবং সেইসঙ্গে পকেট শূন্য হয়ে পড়ায় তাঁরা স্থির করে নেন, এবার তাঁরা বাড়ি ফিরবেনই। তাই ২৭ জন যুক্তি করে সাত হাজার টাকা করে দিয়ে ১ লক্ষ ৭৩ হাজার টাকা দিয়ে রাতারাতি কেনেন ৯ এইচপি ইঞ্জিনের একটি নৌকা।
তিন বছরের পুরনো নৌকা কিনে তাতে চেপেই বেরিয়ে পড়েন ১০৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে। ১৫ এপ্রিল রাতে পাড়ি দেবেন তাঁরা তা চূড়ান্ত করেই একে একে জমা হন তাঁরা। তারপর পরিকল্পনা মতো রাতের সমুদ্রে নৌকা ভাসিয়ে তাঁরা রওনা দেন। চাল, চাল, কিছু সবজি গ্যাস সিলিন্ডার ও সাড়ে তিনশো লিটার ডিজে ও তিনশো লিটার খাবার জল নিয়ে তাঁরা উঠেছিলেন নৌকায়।
চেন্নাই থেকে আসা ২৭ জনের ১০ জন ওড়িশার এবং বাকি ১৭ জন অন্ধ্রপ্রদেশের। সমুদ্র ডিঙিয়ে অতটা পথ আসার পর তাঁদের নৌকা থামে ইচ্ছাপূরমে। সমুদ্র তীরের কাছাকাছি এসে মোবাইলে টাওয়ার ধরতেই বাড়িতে খবর দিয়েছিলেন তাঁরা। তারপর পুলিশ এসে ২৭ জনকে উদ্ধার করে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
COMMENTS