আপনি কি জঙ্গলপ্রেমী ? তবে গন্তব্য হোক গরুমারা ও জলদাপাড়ার অভয়ারণ্য জলপাইগুড়িঃ আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল গরুমারা জাতীয় উদ্যান। টা...
আপনি কি জঙ্গলপ্রেমী ? তবে গন্তব্য হোক গরুমারা ও জলদাপাড়ার অভয়ারণ্য
জলপাইগুড়িঃ আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল গরুমারা জাতীয় উদ্যান। টানা তিন মাস বন্ধ থাকার পর ফের দর্শকরা প্রবেশ করতে পারবেন গরুমারা জঙ্গলে। তবে জঙ্গলে যত্রতত্র আবর্জনা ফেলায় এবার কড়া নজরদারি চালানো হবে। ড্রোনের সাহায্যে গোটা উদ্যানে নজর রাখা হবে। অন্যদিকে, জঙ্গল খুলতেই পর্যটকদের ভিড় উপচে পড়ল ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তিতে। প্রথম দিনই চোখে পরার মতো ভিড় জমেছিল মূর্তির টিকিট কাউন্টারে। পুজোর মুখে জঙ্গল খুলে যাওয়ায় পুজোর ছুটিতে ভালোই পর্যটক আসবে বলে মনে করছেন গরুমারা জাতীয় উদ্যান এবং মূর্তির কর্ম-কর্তারা।
আজ থেকে জঙ্গল খুলে যাওয়ায় খুশি পর্যটকরাও। বিদেশী পর্যটকদেরও দেখা মিলেছে এই জাতীয়উদ্যানের প্রাকৃতিক শোভা নিতে। ডুয়ার্সে ঘুরতে এসে জঙ্গল সাফারি করতে না পারার আক্ষেপ ছিল পর্যটকদের। তবে সেই আক্ষেপ কাটিয়ে এদিন ফের জঙ্গলের বুক চিরে ছুটল ঘন সবুজ রঙের হুটখোলা জীপ।
প্রতি বছর জুন মাসের ১৫ তারিখ থেকে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় জঙ্গল, জাতীয় উদ্যানে। আবার সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ খুলে দেওয়া হয়। সেইমতো গরুমারা জাতীয় উদ্যানও বন্ধ ছিল গত তিন মাস। বিশেষত, বর্ষাকালে বন্য জীবজন্তুদের প্রজননের জন্যই বন্ধ রাখা হয় সাফারি পার্ক, জঙ্গল, জাতীয় উদ্যান, অভয়ারণ্য ইত্যাদি।
গরুমারা জাতীয় উদ্যানে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে। সেটা এ রাজ্যের হোক বা অন্য রাজ্যের। তবে পর্যটকেরা যাতে জঙ্গলকে নোংরা না করেন তার জন্য নজরদারির পাশাপাশি চেকিংএও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন গরুমারা জাতীয় উদ্যানের কর্তারা। বেশ কিছু রুটের জিপসি রোড গুলির সংস্কার করা হচ্ছে। তার জন্য বিকল্প রোডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৬ টি ইকো কটেজের মধ্যে হর্নবিল, ধুপঝোড়া, এবং মুর্তি খোলা থাকবে। বাকি তিনটি রাইনো ক্যাম্প, কালিপুর এবং পানঝোড়ায় সংস্কার করা হচ্ছে। উদ্যানে ঢোকার সময় পর্যটকদের ব্যাগ খুলে পরীক্ষা করা না হলেও জঙ্গলের ভেতরে গিয়ে যাতে পর্যটকেরা নোংরা না করা হয় সেই দিকে নজর রাখা হচ্ছে।
জিপসি গাড়ি করে এদিন কলকাতার পর্যটকদের একটি দল যায় চাপরামারী । কলকাতা থেকে আগত পর্যটকরা জানান, জঙ্গল খোলার প্রথম দিনেই জঙ্গলে গিয়ে গণ্ডার,হরিণ,ময়ূর সহ নানান রকমের পাখি দেখা হয়েছে। আমরা ভীষণ খুশি ।
COMMENTS